কালের কণ্ঠ
রূপনগরে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্যসহ গ্রেপ্তার ২

রূপনগরে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্যসহ গ্রেপ্তার ২

রাজধানীর রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে স্বপ্ন কনজ্যুমার এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড নামের এক কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের পানীয় এবং অন্যান্য খাদ্যদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো পিয়ারুল ইসলাম (৪২) ও দিলীপ সরকার (৪৩)। মঙ্গলবার (২ মার্চ) রাত ৯টার দিকে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম পালিয়ে যান (৪৯)। বিষয়টি নিশ্চিত করেন রূপনগর থানার এসআই রাফিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেছি। গ্রেপ্তারদের কাছ থেকে জানতে পেরেছি পলাতক আসামি সিরাজুল ভুয়া কম্পানির নামে স্টিকার লাগিয়ে ভেজাল খাদ্য ও পানীয় দ্রব্য মানুষের মাঝে বিক্রি করে আসছিল। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গ্রেপ্ তারকা লে ভেজাল এক হাজার পিস ২৫০ মিলি করে স্বপ্ন ফ্রুটি ম্যাংগো ফ্রুটি ড্রিংকস স্টিকার লাগানো বোতল, একই কম্পনির স্টিকার লাগানো ১৭০ মিলি করে ৪০০ পিস লিচি। এ ছাড়া মশার কয়েল, আইস ললি, সয়াবিন তেল, বিভিন্ন নামের চকলেট, কফিসহ অন্যান্য খাদ্যদ্রব্য জব্দ করা হয়। যেগুলো ভেজাল ও নিম্নমানের কোনোটার অনুমোদন নেই। রূপনগর থানার এসআই রিফাত বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। নিম্নমানের ভেজাল খাদ্যপণ্য তারা বাজারে ছড়াচ্ছিল। তাদের বিএসটিআইসহ অন্য সংশ্লিষ্ট কোনো অনুমোদন নেই। গ্রেপ্তারকৃতরা আমাদের কাছে প্রতারণার বিষয়গুলো স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে ভুয়া প্রতিষ্ঠানটির পলাতক চেয়ারম্যানসহ অন্য যারা জড়িত তাদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি। এ ছাড়া তাদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে।
Published on: 2024-04-03 19:57:19.077793 +0200 CEST

------------ Previous News ------------