প্রথম আলো
শপথ নিলেন জাপার সংসদ সদস্যরাও

শপথ নিলেন জাপার সংসদ সদস্যরাও

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে বেলা ১১টার দিকে শপথ নেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা। আর সকাল ১০টার দিকে শপথ নেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ওই দিন ভোট নেওয়া হয়। তবে একটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২২২টি। জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২ আসনে। আর তিনটি আসনে জয় পেয়েছেন অন্যান্য দলের প্রার্থীরা।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রথমে তিনি নিজেই সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। সংসদ সচিবালয়ের সূত্র জানায়, নৌকা প্রতীক নিয়ে ওয়ার্কার্স পার্টি ও জাসদ থেকে নির্বাচিত দুজন সংসদ সদস্য আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে শপথ নেন। আর কল্যাণ পার্টি থেকে নির্বাচিত একজন শপথ নেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে।
Published on: 2024-01-10 08:10:41.029679 +0100 CET

------------ Previous News ------------