প্রথম আলো
যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে বক্তব্য নেই ইসির

যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে বক্তব্য নেই ইসির

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি প্রসঙ্গে কোনো মন্তব্য করবে না নির্বাচন কমিশন (ইসি)। এদিকে সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট ইসি অনুমোদন করেছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমাদের বক্তব্য যেটা, সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দিয়েছেন। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’এই নির্বাচন কমিশনার বলেন, কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। সন্তুষ্টি, অসন্তুষ্টির বিষয়ে কিছু বলবেন না, তবে নিয়ম অনুযায়ী যা করার দরকার, তার সবই করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। মো. আলমগীর জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে। গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। আজকের মধ্যেই হয়তো গেজেট জাতীয় সংসদ সচিবালয়ে চলে যাবে।উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। আর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি।
Published on: 2024-01-09 12:58:06.875011 +0100 CET

------------ Previous News ------------