প্রথম আলো
সংসদে স্থানীয় সরকারমন্ত্রী সংসদ সদস্যদের থোক বরাদ্দ দিতে নতুন প্রকল্প বিবেচনা করা হবে

সংসদে স্থানীয় সরকারমন্ত্রী সংসদ সদস্যদের থোক বরাদ্দ দিতে নতুন প্রকল্প বিবেচনা করা হবে

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য পাঁচ বছরে ২০ কোটি টাকা করে দেওয়ার জন্য একটি প্রকল্প চলমান। এটি শেষ হলে আবার নতুন প্রকল্প নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের একটি সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা জানান। মুজিবুল হক তাঁর প্রশ্নে বলেন, সংসদ সদস্যরা নির্বাচনী প্রতিশ্রুতি দেন। সংসদ সদস্যদের এলাকার উন্নয়নের জন্য আগে একটা থোক বরাদ্দ থাকত। এখন নতুন সরকার, এ সরকারের আমলে এ ধরনের বরাদ্দ দেওয়া হবে কি না, তা তিনি জানতে চান।জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা এলাকায় উন্নয়নের জন্য মানুষের কাছে অনেক অঙ্গীকার করেন। সেসব অঙ্গীকার পূরণ করার বিষয়টি প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে অনুধাবন করেছেন বলে একটি প্রকল্প করে প্রত্যেক সংসদ সদস্যের নির্বাচনী এলাকার জন্য এরই মধ্যে পাঁচ বছর মেয়াদের জন্য ২০ কোটি টাকা দেওয়ার একটি প্রকল্প প্রণয়ন করেছেন। এটি চলমান। এ প্রকল্প শেষ হলে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়ন ও অঙ্গীকার পূরণে আবারও নতুন করে প্রকল্প নেওয়ার কথা বিবেচনা করা হবে।
Published on: 2024-02-18 17:45:00.542677 +0100 CET

------------ Previous News ------------