প্রথম আলো
এখন কোনো বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে জরিমানা দিচ্ছি না: প্রতিমন্ত্রী

এখন কোনো বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে জরিমানা দিচ্ছি না: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘সারা দেশে সারা দিন বিদ্যুৎ থাকে না—এটা স্বপ্নে এখন দেখা যেতে পারে। কয়েক ঘণ্টা হয়তো থাকতে পারে। আমরা এখন কোনো বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে জরিমানা দিচ্ছি না। তবে কোনো বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ না নিলে তাকে অবশ্যই ক্যাপাসিটি চার্জ দিতে হবে।’ আজ রোববার জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। মুজিবুল হক সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বলেন, এখনো সারা দিন বিদ্যুৎ থাকে না। তাঁর নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে সারা দিন বিদ্যুৎ নেই। প্রতিদিন লোডশেডিং হচ্ছে। এখনো গরম আসেনি। রেন্টাল কুইক রেন্টালে গত ১০ বছরে প্রায় ১ লাখ কোটি টাকা জরিমানা দেওয়া হয়েছে। বসিয়ে বসিয়ে এখনো দেওয়া হচ্ছে, তাহলে বিদ্যুতের অভাব কেন? কেন লোডশেডিং?জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘ওনার এলাকায় বিদ্যুৎ থাকে না—এটা নিয়ে আমার সন্দেহ আছে। সকল সংসদ সদস্য একবাক্যে স্বীকার করবেন, সারা দিন কোনো এলাকায় বিদ্যুৎ থাকে না, এটা ঠিক নয়।’ এ সময় মুজিবুল হককে দাঁড়িয়ে দ্বিমত পোষণ করতে দেখা যায়। তবে মাইক বন্ধ থাকায় তাঁর বক্তব্য শোনা যায়নি। তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, হতে পারে তাঁর ইউনিয়নে কোনো একটা ট্রান্সফরমারে কোনো একটা সমস্যা হয়েছে অথবা ট্রান্সমিশন লাইন চলে গেছে। সেটা মেরামত করতে সময় লেগেছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, উনি (মুজিবুল হক) হয়তো বলতে গিয়ে সারা দিন বলে ফেলেছেন। কয়েক ঘণ্টার বিষয়। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে কাজ করছে। এমন নিরবচ্ছিন্ন, যাতে এক মিনিটও বিদ্যুৎ না যায়। এটাতে সময় দিতে হবে।স্বতন্ত্র সংসদ সদস্য সিরাজুল ইসলাম সম্পূরক প্রশ্নে বলেন, যাঁরা শিল্পের সঙ্গে জড়িত, তাঁরা প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। মন্ত্রী আশ্বস্ত করেছিলেন, গ্যাসের দাম বাড়ানো হলে নিরবচ্ছিন্ন সরবরাহ পাওয়া যাবে। গত সাত থেকে আট মাস সেটা তাঁরা দিয়ে আসছেন, কিন্তু নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান বন্ধ আছে। তিনি জানতে চান, এ বিষয়ে কী করা হবে? জবাবে নসরুল হামিদ বলেন, সংসদ সদস্য যদি সুনির্দিষ্টভাবে বলেন কোন কোন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস পাচ্ছেন না, সেটা জানালে ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা চেষ্টা করছেন অধিকাংশ শিল্প এলাকায় গ্যাস নিরবচ্ছিন্ন রাখতে।
Published on: 2024-02-25 11:03:59.194611 +0100 CET

------------ Previous News ------------