প্রথম আলো
তিন মানিব্যাগে তিন কোটি টাকার সোনা লুকিয়ে এনেছিলেন তিনি

তিন মানিব্যাগে তিন কোটি টাকার সোনা লুকিয়ে এনেছিলেন তিনি

৩টি মানিব্যাগে ২৮টি সোনার বার ও ১টি সোনার মুদ্রা লুকিয়ে রেখেছিলেন দুবাইফেরত এক যাত্রী। গতকাল শুক্রবার রাতে তাঁর কাছ থেকে এগুলো উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।গতকাল রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম এম মাসুদ ইমাম। তিনি দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে এসেছিলেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে এম মাসুদ ইমামের শরীর তল্লাশি করে প্রথমে একটি মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের সোনার কয়েন পাওয়া যায়। পরে আরও ২টি মানিব্যাগ পাওয়া যায়, এর মধ্যে ২৮টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
Published on: 2024-02-03 10:32:18.949131 +0100 CET

------------ Previous News ------------