প্রথম আলো
রোজায় স্কুল খোলা রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন

রোজায় স্কুল খোলা রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন

পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আজ সোমবার আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, আজ দুপুরে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি দাখিল করা হবে।এর আগে রোববার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ১৫ দিন চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আজ আবেদনটি করে।গত ৮ ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
Published on: 2024-03-11 07:32:50.327968 +0100 CET

------------ Previous News ------------