প্রথম আলো
উপজেলা পরিষদ নির্বাচন রাউজানে ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

উপজেলা পরিষদ নির্বাচন রাউজানে ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

চট্টগ্রামের রাউজানে বিগত সময়ে কয়েক দফায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচনের মতো এবারের উপজেলা পরিষদ নির্বাচনেও মনোনয়ন দাখিলকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার রাউজান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন পদে একক প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র জমা দেন। আগামী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে টিকে গেলে বিনা ভোটেই তিন প্রার্থী নির্বাচিত হয়ে যাবেন।চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এহেছানুল হায়দর চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ ও নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবিনা ইয়াসমিন অনলাইনে মনোনয়নপত্র জমা দেন আজ।রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা প্রথম আলোকে বলেন, ‘শেষ দিনে ফরম পেয়েছি তিন পদে একক প্রার্থীদের। যদি যাচাই–বাছাইয়ে তিনজন টিকে যান, তাহলে তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ফলে আর এখানে নির্বাচন দিতে হবে না।’ মনোনয়ন দাখিলকারী নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুবিনা ইয়াসমিন ছাড়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের দুজন নিজ নিজ পদে তিন মেয়াদ ধরে দায়িত্ব পালন করছেন।রাউজানে গতবারের উপজেলা পরিষদ, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একক প্রার্থিতার মধ্যে বিনা ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফৌজিয়া খানম রোববার রাতে প্রথম আলোকে বলেন, দল থেকে তাঁকে মনোনয়ন নিতে নিষেধ করায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, নিষেধ না করলেও তিনি নানা কারণে এবার প্রার্থী হতেন না; তবে নিষেধ করে দেওয়ায় তাঁর কষ্ট লেগেছে। কেন নিষেধ করা হয়েছে—প্রশ্ন করলে তিনি বলেন, সেটি যাঁরা নিষেধ করেছেন তাঁরা বলতে পারবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার রাউজানসহ চার উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে আগামী মে মাসের ২১ তারিখে। রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ঘোষিত তফসিল অনুসারে ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই–বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২ মে।*রাঙ্গুনিয়ায় ভোট শুধু ভাইস চেয়ারম্যান পদে* রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। সম্প্রতি তিনি জেলা পরিষদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন বলে জানা গেছে। এ ছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা বেগমও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।রোববার মনোনয়ন জমাদানের শেষ দিন ওই দুই পদে অন্য কেউ মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আবুল কাশেম ও হোসনে আরা। ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা হলেন রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এবং পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি খাইরুল বশর, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের উপদেষ্টা মো. আবদুল মান্নান।
Published on: 2024-04-21 19:41:27.835548 +0200 CEST

------------ Previous News ------------