প্রথম আলো
জলদস্যুদের হাতে বন্দী নাবিকদের চলতি মাসে উদ্ধার সম্ভব হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

জলদস্যুদের হাতে বন্দী নাবিকদের চলতি মাসে উদ্ধার সম্ভব হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দী নাবিকদের চলতি মাসেই উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এটা কোনো ছোট ঘটনা নয়, অনেক বড় ঘটনা। কাজেই দিন–তারিখ দিয়ে এটার সমাধান করা সম্ভব নয়। সম্পূর্ণ ঘটনা আমাদের নিয়ন্ত্রণে আছে।’ আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নাবিকদের সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে ফেরত দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যে কাজ চলছে। পবিত্র ঈদুল ফিতরের আগে নাবিকদের দেশে আনার টার্গেট থাকলেও সেটা পূরণ করতে পারিনি। অল্প কিছুদিনের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনতে পারব।’ নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জিনিসটার সমাধান করার চেষ্টা করছি। তবে নৌপরিবহন অধিদপ্তর আন্তর্জাতিক এলাকায় কাজ করে, তারাও খোঁজখবর রাখছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায়নি। নাবিকদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা ভালো আছে। বিষয়টি অল্প কিছুদিনের মধ্যে সমাধান হবে।’ জলদস্যুদের সঙ্গে কিছু সংগঠনের মাধ্যমে যোগাযোগ হচ্ছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘আমরা তো কখনো দস্যুদের মোকাবিলা করিনি। কাজেই আমরা বলতে পারব না, কীভাবে আলোচনা হচ্ছে। যারা দস্যুদের সঙ্গে চলাফেরা করেন, সেই মানুষদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে।’নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতরের ছুটিতে বাড়িফেরা মানুষের ভোগান্তি হচ্ছে না। নৌপথে চাপ থাকলেও কোনো ভোগান্তি নেই। আমাদের সক্ষমতা অনুযায়ী যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে কিছু ত্রুটিবিচ্যুতি থাকতে পারে।’
Published on: 2024-04-09 12:43:44.656852 +0200 CEST

------------ Previous News ------------