সময় নিউজ
তাপপ্রবাহে স্কুল খুলবে কি না- জানা যাবে দু’একদিন পর

তাপপ্রবাহে স্কুল খুলবে কি না- জানা যাবে দু’একদিন পর

দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমার কোনো আভাস দিচ্ছে না আবহাওয়ার অধিদফতর। এরইমধ্যে আজ থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এমন অবস্থায় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও আরও বাড়বে কি না- তা দু’এক দিনের মধ্যে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বেগম শামসুন নাহার বলেন, আবহাওয়া অফিস জানিয়েছে সামনে তাপমাত্রা আরে বৃদ্ধি পেতে পারে। সবকিছু বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে না খুলে দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এবং তা দু’একদিনের মধ্যে জানিয়ে দেয়া হবে। অনলাইন ক্লাসের বিষয়ে তিনি বলেন, অনলাইনে ক্লাস তো করা যাবে। কিন্তু অনেক স্কুলের সেই সুযোগ নেই। ফলে সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত জানানো হবে। এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। কিন্তু এই ছুটি আরও বাড়বে কী না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না আসায় সবাই দ্বিধায় পড়েছেন। যদিও শোনা যাচ্ছে, তাপপ্রবাহ যদি আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে সরাসরি ক্লাস শুরু না হলেও মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না বাড়িয়ে অনলাইনে ক্লাস চালু হতে পারে। মূলত সিলেবাস শেষ করতে মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি) এমন চিন্তা করছে। প্রাথমিক ও মাধ্যমিকে আগের মতো ছুটি চান না অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। তারাও সিলেবাস শেষ করতে একেবারে ছুটি না দিয়ে অনলাইনে ক্লাস চান। এদিকে, দেশজুড়ে চলমান তাপমাত্রার পারদে খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এতে প্রচণ্ড দাবদাহে মানুষ, পশু-পাখির নাকাল অবস্থা এখনই শেষ হচ্ছে না। ফলে চলমান হিট অ্যালার্ট (তাপপ্রবাহ) আরও তিন দিন বাড়ানো হয়েছে।
Published on: 2024-04-25 09:28:41.484321 +0200 CEST