সময় নিউজ
আরও তিনদিন বাড়লো হিট অ্যালার্ট

আরও তিনদিন বাড়লো হিট অ্যালার্ট

রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এ পরিস্থিতিতে আরও ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। রোববার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ রোববার (২৮ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। এর আগে, গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদফতর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়। *হিট অ্যালার্ট কী?* হিট ওয়েভ বা তাপপ্রবাহ হলো অতিরিক্ত গরম আবহাওয়া। আর এ তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা জারি করা হয় সেটাই মূলত হিট অ্যালার্ট বা হিট ওয়েভ অ্যালার্ট। তাপপ্রবাহ চরম মাত্রায় বাড়লে আরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়ার শঙ্কা তৈরি হয়। এছাড়া সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই সবাইকে আসন্ন তীব্র তাপপ্রবাহ থেকে সতর্ক করার উদ্দেশ্যেই হিট অ্যালার্ট জারি করে থাকে আবহাওয়া অধিদফতর।
Published on: 2024-04-28 07:12:42.620493 +0200 CEST