The Business Standard বাংলা
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন ১১ ডিসেম্বর: কেন্দ্রীয় ব্যাংক

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন ১১ ডিসেম্বর: কেন্দ্রীয় ব্যাংক

আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮১ মিলিয়ন ডলার আগামী ১১ ডিসেম্বর তাদের বোর্ড মিটিংয়ে অনুমোদিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আইএমএফ টিমের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমাপনী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এমনটা জানান। তিনি বলেন, "আমাদের মোটা  ছয়টা শর্ত ছিল। এরমধ্যে চারটি শর্ত পরিপালন করেছি বাকি দুইটি শর্তের কিছু কিছু জায়গায় আমাদের ঘাটতি ছিল। আমরা সে বিষয়ে টিমের সঙ্গে বিস্তারিত ভাবে তুলে ধরেছি।" "আমাদের ছয়টি শর্ত ছিল,  ঋণের সুদ হার বাড়ানো আমরা স্মার্ট রেটের সঙ্গে ৩.৫% করেছি। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ হিসাব করেছি, ব্যাংকগুলোর স্টেস এসেট প্রকাশ করা,  সিঙ্গেল এক্সচেঞ্জ রেট করা। এই চারটি আমরা অনেকটা বাস্তবায়ন করেছি।" "বাকি দুইটি নিট রিজার্ভ সেপ্টেম্বর পর্যন্ত ২৫.৩ বিলিয়ন রাখার শর্ত পরিপালন করতে পারিনি ও রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি", বলেন তিনি। মেজবাউল হক বলেন, "আইএমএফের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর আমরা যেসব শর্ত আদায় করতে পারিনি সেগুলো বাস্তবায়নে কাজ করে যাবো।" মুখপাত্র আরও বলেন, "মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেট একবারে পয়েন্ট ০.৭৫% বাড়ানো হয়েছে। এছাড়া ট্রেজারি বিল বন্ডের রেট ১০% এর বেশি। অনেকে বলছে নির্বাচন সামনে রেখে আমরা অর্থনৈতিক পরিবর্তন আনি না। এমনটা হলে পলিসি রেট আমরা নির্বাচনের পরে করতাম।'
Published on: 2023-10-19 11:34:38.735606 +0200 CEST

------------ Previous News ------------