The Business Standard বাংলা
অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক দল সমাবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক দল সমাবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

কোনো রাজনৈতিক দলের সদস্যরা পূর্ব অনুমতি ছাড়া জড়ো হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিনা দ্বিধায় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে নবনিযুক্ত ডিএমপি কমিশনার বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমাদের প্রধান উদ্বেগের বিষয়, আমরা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা ও নিরাপত্তার জন্য ক্ষতিকর কিছু হতে দেব না।" তিনি আরো বলেন, "নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।" মার্কিন ভিসানীতির বিষয়ে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়; তাই এটি ডিএমপির ভিসা নীতিতে কোনো প্রভাব ফেলবে না। সময়ের সাথে অপরাধের ধরণ বদলেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, অপরাধ দমন করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে, অন্যান্য অনেক দেশের আইন প্রয়োগকারী সংস্থার তুলনায় ডিএমপি অনেক বেশি দক্ষ, তিনি যোগ করেন। তিনি আরও বলেন, যানজট শুধু ট্রাফিক পুলিশের সমস্যা নয়, অন্যান্য সংস্থাও এখানে জড়িত। "আমরা মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বিশাল পরিকাঠামো দেখছি, কিন্তু সেই অনুযায়ী রাস্তা বাড়েনি। রাস্তা এখনও ৭৮ বর্গ কিলোমিটারই আছে," বলেন তিনি।
Published on: 2023-10-02 09:55:46.658919 +0200 CEST

------------ Previous News ------------