The Business Standard বাংলা
ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ১২, বহু হতাহতের আশঙ্কা

ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ১২, বহু হতাহতের আশঙ্কা

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেসের সঙ্গে আরেকটি কনটেইনার ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আলীম হোসেন সিকদার জানান, বিকেলে ঢাকা অভিমুখী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন থেকে ছেড়ে যায়। এরপর লাইন পরিবর্তন করে আরেক লাইনে প্রবেশ করছিল। তবে সম্পূর্ণ ট্রেনটি আরেক লাইনে প্রবেশের আগেই ওই লাইনে আরেকটি কনটেইনার ট্রেন ঢুকে পড়ে। এতে ট্রেনটির পেছনের দিকে সংঘর্ষ হলে কয়েকটি বগি উল্টে যায়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।
Published on: 2023-10-23 13:25:30.817931 +0200 CEST

------------ Previous News ------------