The Business Standard বাংলা
২৮ অক্টোবর মহাসমাবেশ: বিকল্প খুঁজতে বলেছে ডিএমপি, নয়াপল্টনেই অনড় বিএনপি

২৮ অক্টোবর মহাসমাবেশ: বিকল্প খুঁজতে বলেছে ডিএমপি, নয়াপল্টনেই অনড় বিএনপি

বিএনপিকে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের জন্য নয়াপল্টনের পরিবর্তে অন্য দুটি বিকল্প খুঁজতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সরকার উৎখাতে তাদের 'এক দফা আন্দোলনের' অংশ হিসেবে ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল দলটি। এ সমাবেশে অংশগ্রহণকারীদের সংখ্যা, সমাবেশের সময় এবং অন্যান্য অনুষ্ঠানের বিবরণ জানতে চেয়ে বিএনপিকে একটি চিঠি পাঠিয়েছে ডিএমপি। মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানি টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেন।
Published on: 2023-10-26 10:42:37.877288 +0200 CEST