The Business Standard বাংলা
গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নিলেন ড. কামাল

গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নিলেন ড. কামাল

গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়েছেন ড. কামাল হোসেন। শুক্রবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বিশেষ জাতীয় কাউন্সিলে এ ঘোষণা দেন তিনি। একটি লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, 'দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি, জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি।' তিনি আরও বলেন, 'তবে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য আমার সাধ্য মোতাবেক অবদান রাখতে চেষ্টা করব। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতা কর্মীদের প্রতি আমার আবেগ-অনুভূতি, সহানুভূতি-সহযোগিতা ও পরামর্শ সবসময়ই থাকবে' কামাল হোসেন আশা প্রকাশ করেন, এই কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিকভাবে গঠিত কেন্দ্রীয় কমিটি আগামী দিনে জাতীয় রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, 'দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বদা সক্রিয় সচেষ্ট থাকবেন। জয় হোক গণফোরামের, জয় হোক জনতার।'
Published on: 2023-10-27 16:22:55.126938 +0200 CEST

------------ Previous News ------------