The Business Standard বাংলা
গ্রেপ্তার দেখানো হচ্ছে মির্জা ফখরুলকে

গ্রেপ্তার দেখানো হচ্ছে মির্জা ফখরুলকে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ডিসি ফারুক হোসেন। ফারুক হোসেন বলেন, 'মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুরনো একাধিক মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানো হবে। গতকালকে (শনিবার) পুলিশহত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধার ঘটনায়ও মামলা হচ্ছে।' এর আগে রবিবার সকাল ১০টা নাগাদ মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবির গুলশান ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ আল আসাদ বলেন, মির্জা ফখরুলকে 'জিজ্ঞাসাবাদের' জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিএনপি মহাসচিবকে আটকের পর তার স্ত্রী রাহাত আরা বেগম বলেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে। মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সাথে কথা বলে, এরপর বাসা এবং ভবনের সিসি ক্যামেরার ফুটেজ ও হার্ড ডিস্ক নিয়ে চলে যায়। ঠিক দশ মিনিট পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায়। তিনি আরো বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। ৭৫ বছর বয়সী একজনকে এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। এর আগে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন, বিএনপি মহাসচিবকে তার গুলশান ২-এর বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ। সকালে বিএনপি মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার  জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে তুলে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন।
Published on: 2023-10-29 07:34:17.830423 +0100 CET

------------ Previous News ------------