The Business Standard বাংলা
মার্কিন প্রেসিডেন্টের ‘উপদেষ্টা’ পরিচয় দেওয়া ব্যক্তিকে ঢাকা বিমানবন্দর থেকে আটক

মার্কিন প্রেসিডেন্টের ‘উপদেষ্টা’ পরিচয় দেওয়া ব্যক্তিকে ঢাকা বিমানবন্দর থেকে আটক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের 'উপদেষ্টা' পরিচয়ে বক্তব্য দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফি বিমানবন্দর থেকে আটক হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) ইমিগ্রেশন পুলিশ হজরত শাহজালালন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে তুলে দিয়েছে। আজ সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে আটক করা হয় বলে একজন ডিবি কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কে জানিয়েছেন। 'জো বাইডেনের উপদেষ্টা' পরিচয় দিয়ে বিএনপি নেতারা শনিবার মিয়া আরেফিকে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসেন এবং সংবাদ সম্মেলন করেন। সেখানে আরেফি আশ্বাস দেন, 'বাংলাদেশে সরকার বদল করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন' দেবেন। পরে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, দূতাবাসের কোনো আন্দোলনের গুজব সম্পূর্ণ 'মিথ্যা ও ভুল'। একটি ভিডিওর দিকে মার্কিন দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করা হলে দূতাবাসের মুখপাত্র বলেন, 'এ ভদ্রলোক মার্কিন সরকারের পক্ষে কথা বলার মতো কেউ নন, তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন।' পল্টনে বিএনপির কার্যালয়ে ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে বসে আরেফি কথা বলেছেন। এ সময় আরেফি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার সম্পূর্ণ পক্ষে। বাইডেন ছাড়াও আরেফি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তার প্রাত্যাহিক যোগাযোগের বিষয়ে কথা বলেছেন। তিনি দাবি করেন, মার্কিন সরকারের সব গুরুত্বপূর্ণ ব্যক্তি বিরোধীদের আন্দোলনকে সমর্থন করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দলীয় নেতারা বিএনপি অফিসে বসে থাকা আরেফিকে ঘিরে রেখেছেন। বিএনপি ও জামায়াতপন্থীরা দাবি করেছেন, সরকার উৎখাতের জন্য 'বাইডেনের পক্ষ থেকে' তাদের সমর্থন জানানোর জন্য বিএনপির দলীয় কার্যালয়ে এসেছিলেন আরেফি।
Published on: 2023-10-29 13:40:56.84455 +0100 CET

------------ Previous News ------------