The Business Standard বাংলা
অবরোধ: মিছিল, পিকেটিংয়ে রাস্তায় বিএনপি, জামায়াত

অবরোধ: মিছিল, পিকেটিংয়ে রাস্তায় বিএনপি, জামায়াত

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ আরো অনেকে। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীকে বাঁধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও তার ফ্যাসিবাদী সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধেই অত্যাচার ও মামলার খড়গ নেমে এসেছে। এছাড়া জামায়াতে ইসলামীও পৃথক মিছিল করেছে রাজধানীতে। জামায়াত সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয়। এছাড়া সদরঘাট এবং উত্তরা ও মহাখালী রেলপথ অবরোধ করে রেখেছে দলটি। এই অবরোধের সমর্থনে সকালে ঢাকার টিটিপাড়া থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আউয়ালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদল। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেছে। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রহিম ভূঁইয়া, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম আহ্বায়ক রুবেল, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান, ওয়ারী থানার আহ্বায়ক হৃদয়, সূত্রাপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমু, মহানগর ছাত্রনেতা মিরাজ, আমান, ডাঃ মুশফিক-সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ আউয়াল বলেন, 'আপামর জনসাধারণের সমর্থনে সফল অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত।'
Published on: 2023-10-31 04:17:45.871741 +0100 CET

------------ Previous News ------------