The Business Standard বাংলা
নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলের সঙ্গে ৪ নভেম্বর সংলাপে বসবে নির্বাচন কমিশন

নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলের সঙ্গে ৪ নভেম্বর সংলাপে বসবে নির্বাচন কমিশন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসি সচিব জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কে বলেন, কমিশন আগামী শনিবার (৪ নভেম্বর) দুটি অধিবেশনে দলগুলোর সঙ্গে আলোচনা করবে। জাহাঙ্গীর বলেন, 'কমিশন মনে করেছে, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সকল নিবন্ধিত দলকে জানানো উচিত। আর তাদের যদি কোনো মতামত থাকে, তাও কমিশনের শোনা উচিত। তাই আমরা তাদেরকে আমন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছি।' এর আগে অনেক দল ইসির সঙ্গে সংলাপে আসেনি। নির্বাচন কমিশন ২০২২ সালের জুলাই মাসে দেশের ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করেছিল। বিএনপি তখন সংলাপে যোগ দেয়নি। এবার ইসি কী প্রত্যাশা করছে জানতে চাইলে ইসি সচিব বলেন, 'নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানানো হবে। আসবে কি আসবে না – সেটা তাদের ওপর নির্ভর করবে। তবে আমরা চাইব সবাই আসুক।' আগামীকাল (১ নভেম্বর) থেকে দলগুলোর কাছে চিঠি পাঠানো শুরু হবে বলেও জানান তিনি। এদিকে ইসির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টিবিএস কে বলেন, 'ইসির সঙ্গে সংলাপে যাওয়া-না-যাওয়ার বিষয়ে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন — এটি তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।' তবে আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে যাব না। আমরা আমাদের আগের দাবিতে অনড় আছি।' এ ব্যাপারে বিএনপির মিডিয়া সেল-এর আহ্বায়ক জহির উদ্দিন স্বপন দ্য বিজনেস স্টাডার্ড কে বলেন, 'ইসি কাকে নিয়ে সংলাপ করবে? আমাদের দলের চেয়ারপারসন ও মহাসচিব — দুইজনই তো কারাগারে।' এর আগে আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উত্তেজনা প্রশমন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে বের করতে সব পক্ষ কোনো পূর্বশর্ত ছাড়াই 'সংলাপে' অংশ নেবে বলে আশা প্রকাশ করেন। এদিন ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, 'গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।'
Published on: 2023-10-31 15:43:18.496916 +0100 CET

------------ Previous News ------------