The Business Standard বাংলা
বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদহার বাড়িয়ে ১০.৭০ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক

বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদহার বাড়িয়ে ১০.৭০ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক

অক্টোবর মাসের জন্য দেশের ব্যাংকগুলোর ঋণের সুদহার ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সুদহার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৭০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত জানিয়ে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিধিমালা ও নীতি বিভাগ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, রেফারেন্স ঋণহার (স্মার্ট) এর ৭ দশমিক ২০ শতাংশের সাথে ব্যাংকগুলো এখন থেকে ৩ দশমিক ৫০ শতাংশ সুদহার যোগ করতে পারবে। ট্রেজারি বিলের ছয় মাসের গড় হারের ভিত্তিতে স্মার্ট রেট হিসাব করা হয়। বর্তমানে স্মার্ট হারের সাথে ৩ শতাংশ সুদ যোগ করতে পারে ব্যাংকগুলো। চালান প্রেরণ পূর্বক রপ্তানি ঋণের জন্য, স্মার্ট রেটের সাথে ২ দশমিক ৫ শতাংশ হারে সুদ নিতে পারবে ব্যাংকগুলো। আগে এক্ষেত্রে ২ শতাংশ হারে সুদ যোগ হতো। তবে কৃষির জন্য ঋণের সুদহার অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদহার নির্ধারণে স্মার্ট চালু করে। মুদ্রানীতিতে বলা হয়, ঋণের সুদহার নির্ধারণে ব্যাংকগুলো স্মার্টের সাথে সর্বোচ্চ ৩ শতাংশ, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) সর্বোচ্চ ৫ শতাংশ সুদ যোগ করতে পারবে। জুলাই মাসে স্মার্ট হার ছিল ৭ দশমিক ১০ শতাংশ, কিন্তু গত দুই মাসে এটি ১০ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। সুদহার বাড়ানোয় গ্রাহকদের ঋণ নেওয়ার খরচ আরও বাড়লো, এতে ঋণ চাহিদা কমে যেতে পারে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অনিশ্চয়তা, এবং চলমান অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ঋণ নেওয়ার পরিমাণ কমেছে। ফলে আগস্টে ২২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান বা ৯ দশমিক ৭৫ শতাংশে নেমে আসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সবশেষ ২০২১ সালের অক্টোবর মাসে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি এর চেয়েও কম হয়েছিল। ওই মাসে বেসরকারি ঋণ বাড়ে মাত্র ৯ দশমিক ৪৪ শতাংশ। ২০২২ সালের নভেম্বর থেকেই বেসরকারি খাতের ঋণ ধারাবাহিকভাবে কমছে। ২০২২ সালের নভেম্বরে ঋণপ্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৯৭ শতাংশ, যা এছরের জুলাইয়ে ৯ দশমিক ৮২ শতাংশে নেমে আসে। গতকাল বুধবার নীতি সুদহার ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক, যা আগে ছিল ৬ দশমিক ৫০ শতাংশ। বুধবারের পদক্ষেপে এক দশকের মধ্যে একদিনে সর্বোচ্চ হারে নীতিসুদ বাড়ায় বাংলাদেশ ব্যাংক। বাজারে অর্থ সরবরাহ সংকোচন করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এ পদক্ষেপ নেওয়া হয়। এনিয়ে গত তিন মাসের মধ্যে দ্বিতীয়বার এবং গত বছরের মে মাসের পর ষষ্ঠবারের মতো নীতি সুদহার বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক।
Published on: 2023-10-05 14:50:08.784179 +0200 CEST

------------ Previous News ------------