The Business Standard বাংলা
১৬ দিনের সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

১৬ দিনের সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগদান ও এই সফর প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে বুধবার দেশে ফিরেছেন। এসময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, যারা ভোট চুরি করেছে তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের কথা শুনতে হয়। তিনি আরো বলেন,  'জিয়া, এরশাদ, খালেদা জিয়া সবই তো ভোট চোর। এদেশের মানুষ জানে, নৌকায় ভোট দিয়ে উন্নতি হয়েছে। মানুষ স্বাবলম্বী হয়েছে। দারিদ্র বিমোচন হয়েছে। দারিদ্রসীমা ৫ শতাংশে কমিয়ে এনেছি। কেউ ঘরবাড়ি ছাড়া থাকবে না। সন্দেহ হয় সেজন্যই।' শেখ হাসিনা বলেন, '২০১৪ সালের নির্বাচন ঠেকাতে গিয়ে অগ্নিসংযোগ, মানুষহত্যাসহ এমন কিছু নেই তারা করেনি। ২০১৮ সালে নির্বাচনে এসে শেষমেষ তারা সরে গেল।'
Published on: 2023-10-06 12:58:26.524763 +0200 CEST

------------ Previous News ------------