The Business Standard বাংলা
আফগানদের উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। একতরফা ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। বোলিংয়ের পর ব্যাটিংয়েও নিজের নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সঙ্গে নাজমুল হাসান শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে আফগানিস্তানের দেওয়া ছোট লক্ষ্য সহজেই টপকে যায় বাংলাদেশ। আফগানদের দেওয়া মাত্র ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটু অস্থিরতার মধ্য দিয়েই ইনিংস শুরু করেন বিশ্বকাপে অভিষিক্ত তানজিদ হাসান তামিম। ফারুকির বল খেলতে বেশ সমস্যাই হচ্ছিল তার। অপর প্রান্তে লিটন দাস চেষ্টা করছিলেন চাপ কমানোর। কিন্তু দুজনের ভুল বোঝাবুঝিতে ডিরেক্ট থ্রোর শিকার হয়ে রানআউট হন তামিম। এরপর ফারুকির বল নিজের অফ স্টাম্পে টেনে এনে আউট হয়ে যান লিটনও। তখন বাংলাদেশের রান দুই ওপেনারকে হারিয়ে ২৭। কিছুটা চাপ ঘিরে ধরলেও তা সরানোর দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হাসান শান্ত। দুজনে দেখান দায়িত্বশীলতার পরিচয়। মিরাজ দুইবার জীবন পেয়ে কাজে লাগিয়েছেন। ব্যাটিং অর্ডারে তাকে এতো ওপরে খেলানোর বাজিও লেগে গেছে দারুণভাবে। শান্ত-মিরাজ তাদের জুটিতে যোগ করেন ৯৭ রান। মিরাজ আউট হওয়ার আগে করেন ৫৭ রান। এরপর অধিনায়ক সাকিব এসে ১৪ রান যোগ করে যান। ম্যাচ শেষ করেন শান্ত এবং মুশফিক। এর মধ্যে শান্ত অপরাজিত থাকেন ৫৯ রানে, মুশফিককে মাত্র তিন বলে ব্যাট ছোঁয়াতে হয়েছে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। নেতার মতো করেই শুরুটা করে দেন তিনি। ভালো শুরু করা আফগানিস্তানের প্রথম দুই উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। অগ্রজের দেখানো পথে হেঁটে দারুণ বোলিং করেন মেহেদী হাসান মিরাজ। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরাও করলেন দারুণ বোলিং। নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের অল্প রানেই আটকে দেয় বাংলাদেশ। শনিবার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ১৫৬ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ৩৭.২ ওভারেই শেষ হয়ে যায় আফগানদের ইনিংস। ৮ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন সাকিব, বিশ্বকাপে এখন তার ৩৭ উইকেট। বিশ্ব আসরটিতে স্পিনারদের মধ্যে তিনি এখন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। আরও কৃপণ বোলিং করেছেন মিরাজ, ৯ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ২৫ রানে ৩ উইকেট নেন ডানহাতি এই অফ স্পিনার। ৬.২ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন শরিফুল। তাসকিন ৬ ওভারে ৩২ রানে একটি উইকেট নেন। মুস্তাফিজ ৭ ওভারে দেন ২৮ রান, তার শিকারও এক উইকেট। আফগানদের ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এ ছাড়া ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৮, হাশমতউল্লাহ শহিদি ১৮ ও আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। বাকিদের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারনেনি। শেষের ৪ উইকেট মাত্র ৬ রানে হারায় আফগানিস্তান।
Published on: 2023-10-07 12:58:52.859515 +0200 CEST

------------ Previous News ------------