The Business Standard বাংলা
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাবকৃত ১০,৪০০ টাকা থেকে বাড়াতে সম্মত মালিকপক্ষ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাবকৃত ১০,৪০০ টাকা থেকে বাড়াতে সম্মত মালিকপক্ষ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা করার যে প্রস্তাব মালিকপক্ষ দিয়েছিলো, তা আরো বাড়াতে রাজি হয়েছে তারা। বুধবার (১ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে মিনিমাম ওয়েজ বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান। তবে মজুরি ঠিক কত বাড়তে পারে তা তিনি জানাননি। তিনি বলেন, "আমরা আগে যে প্রস্তাব দিয়েছিলাম, তা থেকে মজুরি বাড়বে। কত বাড়বে তা মালিকপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সভায় উপস্থাপন করবো।" পরবর্তী সভা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি বলেন, "আমরাও বিষয়টি নিয়ে পরবর্তীতে বিভিন্ন শ্রমিক পক্ষের সাথে আলোচনা করবো।" গত ২২ অক্টোবরের সভায় তিনি ২০ হাজার ৩৯৪ টাকা মজুরির প্রস্তাব দিয়েছিলেন। তার প্রস্তাবের কাছাকাছি মজুরির প্রস্তাব মালিকপক্ষ দিবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি আশাবাদী।" অবশ্য, মজুরি নিয়ে আলোচনার মধ্যে শ্রমিকদের কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসা ও ভাংচুর করার বিষয়টিকে তিনি সমর্থন করেন না বলে জানান রনি।
Published on: 2023-11-01 10:48:35.224333 +0100 CET

------------ Previous News ------------