The Business Standard বাংলা
কক্সবাজারের আইকনিক রেলস্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ (১১ নভেম্বর) ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার রেল লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) বেলা ১টায় তিনি এ রেললাইনের উদ্বোধন করেন। এর আগে, উদ্বোধন উপলক্ষে বেলা ১১টা ৩৫ মিনিটে অনুষ্ঠান স্থলে পৌঁছান তিনি। সমাবেশ স্থলে পৌঁছে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পর মঞ্চে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এই উদ্বোধন কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী 'দ্বিতীয় টুঙ্গিপাড়া' খ্যাত মহেশখালীর মাতারবাড়িতে যাবেন। সেখানে পৌঁছে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি ভাষণও দেবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মহেশখালীর মাতারবাড়িতে গিয়ে পৌঁছবেন বেলা ৩ টার দিকে। তবে নির্ধারিত এ সময়ের অনেক আগেই জনসভাস্থলে শুরু হয়েছে জনস্রোত। মিছিলে মিছিলে আসতে শুরু করেছে মানুষ। সভাস্থল পরিপূর্ণ হয়ে উঠেছে মানুষে-মানুষে। কক্সবাজারে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য প্রদান ছাড়াও নতুন রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী; রেলযোগে ঘুরে দেখবেন কিছু এলাকা। এরমধ্য দিয়েই এক স্বপ্ন পূরণের ইতিহাস রচিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে আইকনিক স্টেশনের পাশে সমাবেশের জন্য নির্ধারিত স্থানে আসতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উচ্ছ্বাস, আবেগ নিয়ে অধীর আগ্রহে তারা রেললাইন উদ্বোধন ও প্রধানমন্ত্রীর ভষণের জন্য অপেক্ষা করছেন।
Published on: 2023-11-11 08:20:26.996431 +0100 CET

------------ Previous News ------------