The Business Standard বাংলা
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল ও ১৪টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল ও ১৪টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ১৪টি প্রকল্পের পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের ১৪.৩ কিলোমিটার চ্যানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) বিকেলে তিনি জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে আরও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় এক জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, 'বিরোধী দলের থাকাকালীন এসব এলাকায় এসে দেখেছি এখানে লবণ চাষ ছাড়া কিছুই হতো না। সেই লবণ চাষিদের পাশে দাঁড়িয়েছি। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে মাতারবাড়ীতে এসেছি। তখন শুনেছি এসব এলাকার মানুষের সার্বিক দাবি। তাই ক্ষমতায় আসার পর এসব এলাকার উন্নয়নে কাজ শুরু করি। 'আজ রেল লাইন উদ্বোধন করলাম। এখন রেলযোগে [কক্সবাজার থেকে] চট্টগ্রাম, ঢাকায় যাওয়া সহজ হবে।' তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা ক্ষমতা এসেছে, তারা কেউই এই এলাকার উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশে একটা মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না। কেউ থাকলে জানাবেন, তাদেরকে গৃহ ও ভূমি দেওয়া হবে।' কক্সবাজারের মানুষকে নিজেদের জমিতে খাদ্য ও সবজি উৎপাদন করার আহ্বানও জানান তিনি। শেখ হাসিনা আরও বলেন, 'দেশের মানুষ শান্তিতে থাকুন, এটা আমরা চাই। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষ না খেয়ে থাকবেন না। 'মানুষ যাতে কোনোভাবেই কষ্ট না পায়, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।'
Published on: 2023-11-11 12:33:42.921049 +0100 CET

------------ Previous News ------------