The Business Standard বাংলা
ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান: মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান: মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর–১০ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। সকাল ৮টার দিকে মিরপুর-১৩ এলাকার সড়ক অবরোধ করলেও পরে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকায় চলে যান বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তারা। এদিকে, পোশাক শ্রমিকদের বিক্ষোভের দরুণ প্রধান সড়ক ও আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকদের বেশিরভাগই ভিশন, এমবিএম, লোডস্টার, সরোজ গার্মেন্টস এবং মিরপুর-১৩ এর আশেপাশের আরও ১০টি কারখানার কর্মী বলে জানা গেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও কোনোরূপ অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী মিরপুরে মোট ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
Published on: 2023-11-12 08:02:32.118654 +0100 CET

------------ Previous News ------------