The Business Standard বাংলা
রাজধানীর মিরপুরে তিন বাসে আগুন

রাজধানীর মিরপুরে তিন বাসে আগুন

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া, মিরপুর-১০ এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশের সূত্র জানিয়েছে, শেষোক্ত ঘটনায় দুইজনকে তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের আগে আজ মঙ্গলবার রাতে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের পাঠানো পৃথক পৃথক খুদে বার্তায় এসব বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, রাত সাড়ে ৮টা ২৫ মিনিটে মিরপুর–১ বেড়িবাঁধের নবাবের বাগ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে, মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বাস দুটিতে কোনো যাত্রী ছিল না। তাই এ ঘটনায় কেউ হতাহত হননি। এতে বলা হয়, রাত সাড়ে ৮টা ২৫ মিনিটে মিরপুর–১ বেড়িবাঁধের নবাবের বাগ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে, মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বাস দুটিতে কোনো যাত্রী ছিল না। তাই এ ঘটনায় কেউ হতাহত হননি। এরপর রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ বিআরটিসির একটি আগুন দেওয়া হয়। এ আগুন নেভাতে যোগ দেয় মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। বিআরটিসির বাসে আগুন দেওয়ার সময় বাসটিতে যাত্রী ছিল কিনা সেবিষয়ে কিছু জানানো হয়নি। ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ হাসান মোহতারিম জানিয়েছেন, বিআরটিসির বাসটিতে অগ্নিসংযোগের সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
Published on: 2023-11-14 17:18:48.027865 +0100 CET

------------ Previous News ------------