The Business Standard বাংলা
সংলাপের কোনো সুযোগ নেই: পিটার হাসের সঙ্গে সাক্ষাতের পর কাদের

সংলাপের কোনো সুযোগ নেই: পিটার হাসের সঙ্গে সাক্ষাতের পর কাদের

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছ থেকে শর্তহীন সংলাপে বসার আহ্বান সংক্রান্ত চিঠি গ্রহণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের আর কোনো সুযোগ নেই। বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এসে ওবায়দুল কাদেরের কাছে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি হস্তান্তর করেন পিটার হাস। প্রায় আধাঘণ্টা মন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। এরপর ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ওই চিঠির বিষয়ে তিনি দলের সভাপতি শেখ হাসিনাসহ দলের অন্যদের সঙ্গে আলোচনা করবেন। সম্ভব হলে বুধবারই প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। কাদের বলেন, "সংলাপ নিয়ে এখন আর চিন্তা নেই। সেটা আগে ছিল, সে সময় চলে গেছে।" তাহলে কি আর সংলাপ হচ্ছে না? এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, "সে কথা কীভাবে বলব? কোনো গণতান্ত্রিক পার্টি যারা গণতন্ত্র চর্চা করে তারা সংলাপ চায় না এমন কথা বলতে পারে না। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে? আমি সে কথা বলেছি।" তাহলে বর্তমান পরিস্থিতিতে সংলাপ সম্ভব কিনা, সেই প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, "সংলাপের কোনো সুযোগ নেই।"
Published on: 2023-11-15 07:25:57.570394 +0100 CET

------------ Previous News ------------