The Business Standard বাংলা
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়ল

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়ল

নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা-পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৮১ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সৌদি আরামকোর দরের সঙ্গে সমন্বয় করে দেশে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন । বৃহস্পতিবার (২ নভেম্বর) বিইআরসির হল রুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন। অন্যদিকে ভোক্তা-পর্যায়ে অটোগ্যাস প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ টাকা ৩৬ পয়সা। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান। অক্টোবরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দর ছিল ১ হাজার ৩৬৩ টাকা, আগের মাস সেপ্টেম্বরে ছিল ১ হাজার ২৮৪ টাকা। সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। ২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। ওই বছরের ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয়, আমদানি-নির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য হিসেবে ধরে দেশের বাজারে দাম সমন্বয় করা হবে। সৌদির দর ওঠা-ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।
Published on: 2023-11-02 11:59:25.566913 +0100 CET

------------ Previous News ------------