The Business Standard বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি

সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। তবে নির্বাচনে অংশগ্রহণ করবে কি না তার কোনো সিদ্ধান্তে এখনো পৌঁছায়নি দলটি। দলটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন। ওই সাক্ষাতের পরই তারা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মাসরুর মাওলা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কে বলেন, 'আমরা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি নির্বাচনে যাওয়ার বিষয়ে। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি।' দলের এক নেতা টিবিএস কে বলেন, 'আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময় চেয়েছি কিন্তু এখনও পাইনি। দেখা করার পরেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কি না সে সিদ্ধান্ত জানাতে পারব।' এদিকে জাতীয় পার্টির আরেকটি অংশ (রওশন এরশাদ) আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে এ অংশও আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করবে না কি দলীয় প্রতীকে মনোনয়ন ফরম বিক্রি করবে সে সিদ্ধান্ত এখনো নেয়নি।
Published on: 2023-11-20 16:45:08.895173 +0100 CET

------------ Previous News ------------