The Business Standard বাংলা
৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে যাবে জাতীয় পার্টি: চুন্নু

৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে যাবে জাতীয় পার্টি: চুন্নু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ বুধবার (২২ নভেম্বর) দলের চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে এ ঘোষণা দেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। এসময় জাপা মহাসচিব বলেন, "নির্বাচন কমিশন এবং সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসেই আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চুন্নু বলেন, "আসন ভাগাভাগি নিয়ে কারো সাথে আলোচনা হয়নি। সে বিষয়ে চিন্তাও করছি না আমরা। ৩০০ আসনেই আমরা প্রার্থী দিয়ে লড়বো। কারো সাথে আসন ভাগাভাগি নয়।" "বহিষ্কৃত নেতারা জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চাইলে, নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সিদ্ধান্ত নেবেন", যোগ করেন তিনি। এর আগে চুন্নু বলেছিলেন, রাজনৈতিক সংলাপের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় নির্বাচনে অংশে নেওয়া বা না নেওয়ার বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে জানাবে জাতীয় পার্টি। এসময় তিনি  বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র চিঠি পাওয়ার পরেও প্রধান তিন রাজনৈতিক দলের মধ্যে আলোচনার কোনো লক্ষণ বা তাতে আগ্রহ দেখা যাচ্ছে না। বিএনপি যেমন সংলাপের বিষয়ে স্পষ্ট করে কিছু বলছে না, তেমনি ক্ষমতাসীন দলও সংলাপকে নাকচ করে দিয়েছে। এই অবস্থায়, নির্বাচনে জাতীয় পার্টির যাবে কিনা সেটাই প্রশ্ন। চুন্নু আরও বলেছিলেন, 'দলের প্রেসিডিয়াম সদস্যদের সাথে একটি বৈঠক করবেন। প্রয়োজনে আমরা আলোচনার মাধ্যমে দুই-এক দিনের মধ্যে ভোটে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।' অবশ্য তিনি এটাও বলেন যে, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে তাঁর দল এখনও রাজনৈতিক সংলাপকেই সমর্থন করছে। এর আগে গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে ঘোষিত হয় তফসিল।
Published on: 2023-11-22 12:14:16.750239 +0100 CET

------------ Previous News ------------