The Business Standard বাংলা
এইচএসসি পরীক্ষা: পাসের হার ৭৮.৬৪%, গতবারের তুলনায় কমেছে ৭%

এইচএসসি পরীক্ষা: পাসের হার ৭৮.৬৪%, গতবারের তুলনায় কমেছে ৭%

এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার গতবারের তুলনায় এবার ৭.৩১% কমেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, গতবার এই হার ছিল ৮৫.৯৫; অন্যদিকে চলতি বছর পাসের হার ৭৮.৬৪। রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ পরীক্ষার্থী। পাসের হারে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০.৫৭%, ছাত্রদের পাসের হার ৭৬.৭৬%। সকালে গণভবনে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী বলেন, "ছাত্রীদের পাসের হার বেশি। এজন্য ধন্যবাদ তবে, ছেলেরা কেন পিছিয়ে থাকলো, এটা বের করতে হবে। কারণ লিঙ্গ সমতায় নজর দিতে হবে। ছেলেমেয়ে একসঙ্গে এগিয়ে যাক, আমরা চাই।"
Published on: 2023-11-26 08:28:03.222342 +0100 CET

------------ Previous News ------------