The Business Standard বাংলা
বিএনপির বর্জন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল সংলাপে বসছে ইসি

বিএনপির বর্জন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল সংলাপে বসছে ইসি

আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতির সার্বিক অগ্রগতি জানাতে ও আলোচনা করতে শনিবার (৪ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আলোচনার জন্য ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছে কমিশন। বিএনপি ইতিমধ্যে সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশিরভাগ শীর্ষ নেতা ইতিমধ্যে কারাবন্দি হয়েছেন। দুটি স্লটে সংলাপ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সকালের অধিবেশন সকাল সাড়ে ১০টায় এবং বিকালের অধিবেশন ৩টায় হবে। প্রতি অধিবেসনে ২২টি দল অংশ নেবে। প্রত্যেক দল থেকে দুটি করে প্রতিনিধি দলকে সংলাপে অংশ নিতে অনুরোধ করেছে ইসি। এর আগে গত বছরের জুলাইয়ে ইসি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হয়। তবে ওই সংলাপে বিএনপিসহ ৯টি দল অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিএনপি ছাড়াও তাদের জোটের আরও কয়েকটি দল সংলাপে যাওয়ার আগ্রহ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে। এদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টি, জেএসডি রয়েছে। এদিকে কোনো জোটে না থাকলেও সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইসলামিক দলগুলোর মধ্যে যারা ইসির সংলাপে যাবে না, তাদের মধ্যে আছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস। জাতীয় পার্টি যাবে কি না, সেটি শুক্রবার সিদ্ধান্ত নেওয়ার কথা। তবে শুক্রবার রাতে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করা হলেও তিনি কল ধরেননি। আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ইসির সংলাপে অংশগ্রহণ করবেন বলে গমাধ্যমে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আওয়ামী লীগের মতোই সংলাপে যাবে জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের শরিকরা। একই সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম ও বিকল্পধারা। এছাড়া কোনো জোটে নেই কিন্তু সংলাপে অংশগ্রহণ করবে, এমন দলগুলোর মধ্যে আছে তৃণমূল বিএনপি, এনপিপি, বাংলাদেশ ন্যাপ ও নতুন নিবন্ধিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। ইসলামিক দলগুলোর মধ্যে ইসির সংলাপে যাওয়ার পক্ষে আছে ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
Published on: 2023-11-03 15:02:45.522916 +0100 CET

------------ Previous News ------------