The Business Standard বাংলা
অগ্নিসন্ত্রাস কীভাবে বন্ধ করতে হয় সেটি খুব ভালো জানা আছে: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাস কীভাবে বন্ধ করতে হয় সেটি খুব ভালো জানা আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আন্দোলন মানেই অগ্নিসন্ত্রাস, মানুষ খুন, পুলিশের ওপর হামলা করা। এ সময় বিএনপির অগ্নিসন্ত্রাস কীভাবে বন্ধ করতে হয়, সেটি জানা আছে বলে উল্লেখ করেন তিনি। শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। অগ্নিসন্ত্রাস বিএনপির চরিত্র উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও, এটাই বিএনপির উৎসব, এটাই তাদের চরিত্র। তাদের আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, মানুষ খুন করা, ধ্বংস করা, পুলিশের ওপর হামলা করা। কীভাবে এটা বন্ধ করতে হয় সেটা আমাদের জানা আছে। শেখ হাসিনা বলেন, 'বিএনপি-জামায়াতের রাজনীতি মানেই ধ্বংসের রাজনীতি। ২৮ অক্টোবর পুলিশ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। অথচ তারা কী করল? রাস্তায় পিটিয়ে পুলিশ হত্যা করল, আওয়ামী লীগ ও মহিলা লীগের নেতাকর্মীদের ওপর হামলা করল। এটাই কি রাজনীতি?' বিএনপি দেশকে পিছিয়ে দিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'জাতির পিতার মতো আমিও নিজেকে দেশের জন্য উৎসর্গ করলাম। বিএনপি দেশকে পিছিয়ে দিয়েছে, আর আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আকাশপথে মেট্রোরেলে করেছি, এখন পাতাল রেলের কাজ চলবে। সেটি নিয়েও কাজ চলছে।' পানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'পানির সমস্যা, বিদ্যুৎ সমস্যা নিরসন করেছি। হাতিরঝিলকে দৃষ্টিনন্দন করেছি। দেশে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া মিলে ২১ বছর ক্ষমতায় ছিল। দেশে পানি নাই, রাস্তাঘাট নাই—অভাব আর অভাব। এ সময় মানুষ ছিল অন্ধকারে। 'জিয়াউর রহমান ক্ষমতায় এসে সামরিক-বেসামরিক মানুষকে হত্যা করেছে। সেই জিয়াউর রহমানের দলই বিএনপি। তারা গ্যাস বিক্রির জন্য মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে। এসে একুশে আগস্ট গ্রেনেড হামলা করে। আর আমরা ক্ষমতায় এসে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ করেছি। মাংস, ডিম, মাছ, শাক, সবজি উৎপাদন বাড়িয়েছি। সারা দেশে স্বাস্থ্য সুরক্ষার জন্য কমিউনিটি হাসপাতাল করেছি।' দেশের জনগণ আগামীতে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে রায় দে‌বে ব‌লে সমাবেশে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
Published on: 2023-11-04 14:17:39.944395 +0100 CET

------------ Previous News ------------