The Business Standard বাংলা
বুধ-বৃহস্পতি ফের দুই দিনের অবরোধ ঘোষণা করল বিএনপি

বুধ-বৃহস্পতি ফের দুই দিনের অবরোধ ঘোষণা করল বিএনপি

সরকারের পদত্যাগ ও আগামী সাধারণ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের দাবিতে একদিন বিরতি দিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ পালন করবে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। জামায়াতে-ইসলামী সূত্রের তথ্যানুসারে, দলটিও ওই দুই দিন যুগপতভাবে অবরোধ পালন করবে। তবে তারা এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। রিজভী বলেন, অন্যান্য সমমনা বিরোধী দলগুলোও বুধ-বৃহস্পতিবার অবরোধ পালন করবে। এদিকে আগামী বুধবার ও বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে। এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ সোমবার এক বিবৃতিতে বলেন, 'এলডিপির সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।' কর্নেল অলি আরও বলেন, 'এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান, গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচিগুলি সফল করার জন্য সাহায্য করুন।' এর আগে গত সপ্তাহে তিন দিনের অবরোধের পর চলতি সপ্তাহে রবি ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো।
Published on: 2023-11-06 12:33:29.686395 +0100 CET

------------ Previous News ------------