The Business Standard বাংলা
গাজীপুরে ‘নাশকতায়’ ইঞ্জিনসহ ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, নিহত ১

গাজীপুরে ‘নাশকতায়’ ইঞ্জিনসহ ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, নিহত ১

বিএনপির চলমান অবরোধের মধ্যে গাজীপুরে রেললাইনে 'নাশকতার' ঘটনা ঘটেছে। ঢাকা-ময়মনসিংহ রেল রুটে গাজীপুরের ভাওয়াল গাজীপুর রেল স্টেশনের আউটার সিগনাল এলাকায় চিলাই ব্রিজের কাছে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় ঢাকা অভিমুখী ৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত যাত্রী আসলাম হোসেন (৩৫) পেশায় মিদি দোকানদার ছিলেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমোস্টার সজিব মিয়া গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
Published on: 2023-12-13 06:20:32.09917 +0100 CET