The Business Standard বাংলা
কাঁচামাল আমদানির মূল্য পরিশোধের মেয়াদ বাড়ানো হলো জুন পর্যন্ত

কাঁচামাল আমদানির মূল্য পরিশোধের মেয়াদ বাড়ানো হলো জুন পর্যন্ত

শিল্পকারখানায় ব্যবহারের জন্য আমদানি করা কাঁচামালের মূল্য পরিশোধের সময়সীমা (ইউসেন্স পিরিয়ড) ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধার মেয়াদ ছিল। আমদানি বিল এবং তা পরিশোধের সময়ের মধ্যে যে ব্যবধান রেখে কাস্টমস সময় নির্ধারণ করে সেটাই হচ্ছে ইউসেন্স বা ডেফারেড এলসি। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপন অনুসারে, ব্যাক টু ব্যাক আমদানি, শিল্পের কাঁচামাল আমদানি এবং বায়ার্স ক্রেডিটে কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে এ সুবিধা কার্যকর হবে। পণ্যদ্রব্য আমদানির জন্য আমদানিকারক বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ নিতে পারেন, তাকে বলা হয় বায়ার্স ক্রেডিট। রপ্তানি উন্নয়ন তহবিল থেকে নেওয়া ঋণের আওতায় আমদানি মূল্য পরিশোধের ক্ষেত্রে বর্ধিত এই সময়সীমা কার্যকর হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Published on: 2023-12-14 14:27:25.996342 +0100 CET

------------ Previous News ------------