The Business Standard বাংলা
আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮০ প্রার্থী

আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮০ প্রার্থী

রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে মোট ২৮০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তাদের বৈধ বিবেচনা করা পাঁচজন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করেছে কমিশন। শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, কমিশন ছয় দিনে মোট ৫৬০টি আপিল পেয়েছে। শুনানির শেষ দিনে, নির্বাচন কমিশন ২২ জন আবেদনকারীর প্রার্থীতা পুনর্বহাল করে এবং ৬২ জনের আপিল খারিজ করে দেয়। শেষদিনে মোট ৮৪ জনের আপিল শুনানি করেছে ইসি। এর মধ্যে আপিল মঞ্জুর হয়েছে ২২ জনের এবং খারিজ হয়েছে ৬২ জনের।
Published on: 2023-12-15 14:28:11.140349 +0100 CET

------------ Previous News ------------