The Business Standard বাংলা
ঢাকায় যাত্রীবাহী ট্রেনে আগুন, নিহত অন্তত ৪

ঢাকায় যাত্রীবাহী ট্রেনে আগুন, নিহত অন্তত ৪

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মা-ছেলেসহ অন্তত চারজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে,আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার কিছু পরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথম আলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, "নেত্রকোনা থেকে ট্রেনটি সকালে ঢাকায় এসে পৌঁছায়। খিলক্ষেত এলাকায় পৌঁছালে যাত্রীরা আগুন দেখতে পান। পরে তেজগাঁও স্টেশনে ট্রেনটি থামানো হয়।" ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভোর ৬টা ৪৫ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াসিন। নিহত অপর দুই পুরুষের পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো কমলাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Published on: 2023-12-19 04:33:01.445715 +0100 CET

------------ Previous News ------------