The Business Standard বাংলা
'ডিজিটাল, ইলেক্ট্রনিক পেমেন্ট উৎসাহিত করতে বিদেশে নগদ উত্তোলন বন্ধ করেছে ব্র্যাক ব্যাংক'

'ডিজিটাল, ইলেক্ট্রনিক পেমেন্ট উৎসাহিত করতে বিদেশে নগদ উত্তোলন বন্ধ করেছে ব্র্যাক ব্যাংক'

ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে অর্থ পরিশোধ উৎসাহিত করতে এবং নগদ লেনদেন নিরুৎসাহিত করতে ব্র্যাক ব্যাংক তাঁদের কার্ড ব্যবহার করে বিদেশে নগদ অর্থ তোলা বন্ধ করেছে। একথা জানিয়েছেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর. এফ. হোসেন। এটাই তাদের ব্যাংকের নীতি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের বাইরে গ্রাহক ইলেকট্রনিক ডেবিট বা পেমেন্ট করতে পারবেন; শুধু নগদ উত্তোলন বন্ধ থাকবে। এ ছাড়া, ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে গ্রাহকরা পণ্য ও সেবাও কিনতে পারবেন বলে জানান ব্যাংকটির এই শীর্ষ কর্মকর্তা। এছাড়া, ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে গ্রাহকরা পণ্য ও সেবাও কিনতে পারবেন বলে জানান ব্যাংকটির এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, "কয়েক বছর আগে আমরা বাংলাদেশেও একবার কার্ডের মাধ্যমে বাংলাদেশি মুদ্রা উত্তোলন বন্ধ রেখেছিলাম। এটা ক্রেডিট নিয়ন্ত্রণের একটা পদক্ষেপ। এতে কার্ড ব্যবহারে সুস্পষ্ট অডিট ট্রেইল থাকবে। তবে গ্রাহকরা তাঁদের বিদেশ ভ্রমণ কোটা ও ভ্রমণ-সংক্রান্ত অন্যান্য কাগজপত্র এন্ডোর্স করে বাংলাদেশে অবস্থিত ব্র্যাক ব্যাংকের শাখাগুলো থেকে বিদেশি মুদ্রায় নগদ উত্তোলন করতে পারবেন।" সেলিম আর. এফ. হোসেন আরও বলেন, "গ্রাহকদের চাহিদা মেটাতে বাংলাদেশে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ নগদ বৈদেশিক মুদ্রা রয়েছে।" রোববার (২৪ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে বিদেশে কার্ড দিয়ে নগদ অর্থ উত্তোলন বন্ধ রাখার কথা জানায় ব্র্যাক ব্যাংক। তবে এটি কতদিন স্থায়ী হবে সেবিষয়ে ব্যাংকটি কিছু জানায়নি।
Published on: 2023-12-25 11:58:54.974655 +0100 CET

------------ Previous News ------------