The Business Standard বাংলা
নির্বাচন নিয়ে ৪ জানুয়ারি কূটনৈতিকদের ব্রিফ করবে ইসি

নির্বাচন নিয়ে ৪ জানুয়ারি কূটনৈতিকদের ব্রিফ করবে ইসি

আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে আগামী ৪ জানুয়ারি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস, মিশনের প্রধান এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সোমবার (২৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে বলা হয়, কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশে বিদেশি মিশনের অফিসের প্রধান, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে ৪ জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচনের অগ্রগতি সম্পর্কে জানাবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুমে এ ব্রিফিং হবে। চিঠিতে সংশ্লিষ্ট কূটনীতিকদের উপস্থিতি নিশ্চিত করতে তাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
Published on: 2023-12-25 15:35:56.765069 +0100 CET

------------ Previous News ------------