The Business Standard বাংলা
নিউজিল্যান্ডের মাটিতে আরেক স্মরণীয় জয় বাংলাদেশের

নিউজিল্যান্ডের মাটিতে আরেক স্মরণীয় জয় বাংলাদেশের

টেস্ট, ওয়ানডের পর এবার নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচও জিতল বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল। লক্ষ্য ছোট হলেও কিউই বোলিং আক্রমণ সামলে সেটি টপকে যেতে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা লিটন দাসের। ওপেন করতে নেমে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অবিচল ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। বল হাতে শরিফুল-মেহেদি-মুস্তাফিজদের দারুণ পারফরম্যান্সকে বৃথা যেতে দেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে লিটন দাস খেলেছেন দারুণ গুরুত্বপূর্ণ এক ইনিংস। ১৩৫ রানের লক্ষ্য বাংলাদেশ আট বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে টপকে গেছে লিটনের দৃঢ়তায়। ৩৬ বলে দুই চার ও এক ছয়ে ৪২ রান করে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ব্যাট হাতে ছোট ছোট অবদান রেখেছেন সৌম্য সরকার, তাওহিদ হৃদয় আর অধিনায়ক নাজমুল হাসান শান্তও। শেষদিকে ফিনিশিংয়ের কাজটা দুর্দান্তভাবে করেছেন মেহেদি হাসান। এসব একসাথে মিলিয়ে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ৷ এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে দেয় বাংলাদেশ। ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে কিউইরা। ইনিংসের প্রথম দুই ওভারেই মেহেদি হাসান ও শরিফুল ইসলামের তোপে পড়ে নিউজিল্যান্ড। পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন শরিফুল। প্রথম ওভারের চতুর্থ বলে টিম সেইফার্টকে বোল্ড করেন মেহেদি। দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপসকে সাজঘরে ফেরান শরিফুল। কিউইদের ইনিংসে তেমন বড় কোনো জুটি গড়ে ওঠেনি। ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেছেন জেমস নিশাম। তার ২৯ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছয়ের মার। বাংলাদেশের হয়ে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন শরিফুল, দুটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও মেহেদি।
Published on: 2023-12-27 10:45:15.542648 +0100 CET

------------ Previous News ------------