The Business Standard বাংলা
নভেম্বরে রপ্তানি আয় আগের মাসের চেয়ে ২৭ শতাংশ বেড়েছে

নভেম্বরে রপ্তানি আয় আগের মাসের চেয়ে ২৭ শতাংশ বেড়েছে

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরের তুলনায় নভেম্বরে সামগ্রিক রপ্তানি আয় ২৭ শতাংশ বেড়েছে। চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪.৭৮ বিলিয়ন ডলার, যা অক্টোবরে ছিল ৩.৭৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, রপ্তানিকারকরা বলছেন, শ্রমিক আন্দোলনের সময় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক খুচরা বিক্রয় ও চাহিদা হ্রাসের কারণে এ গতিমন্থরতা দেখা দিয়েছে। গত বছরের নভেম্বরে সামগ্রিক রপ্তানি আয় ছিল ৫.০৯ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি বছরের একই সময়ে রপ্তানি আয় কমেছে ৬.০৫ শতাংশ। এদিকে নভেম্বরে মোট রপ্তানির মধ্যে পোশাক রপ্তানি হয়েছে ৪.০৫ বিলিয়ন ডলার, যা অক্টোবরের ৩.১৬ বিলিয়ন ডলারের চেয়ে ২৮ শতাংশ বেশি। গত বছরের নভেম্বরে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৪.৩৮ বিলিয়ন ডলার। ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম জুলাই-নভেম্বর সময়কালে ১.৮৮৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.৭৫ শতাংশ বেশি। আলোচ্য সময়ে তৈরি পোশাকের মধ্যে নিট পোশাকের রপ্তানি ৮.৬৬ শতাংশ বেড়েছে। তবে ওভেন পোশাকের রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ। উল্লিখিত পাঁচ মাসে ১০.৯৮ বিলিয়ন ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে। অন্যদিকে এ সময়ে ৭.৮৪ বিলিয়ন ডলারের ওভেন পোশাক রপ্তানি হয়েছে।
Published on: 2023-12-04 11:32:17.650181 +0100 CET

------------ Previous News ------------