The Business Standard বাংলা
এমএফএস অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠানোর সীমা বাড়িয়ে দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

এমএফএস অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠানোর সীমা বাড়িয়ে দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

মোবাইল ফিনানশিয়াল সার্ভিস-এর (এমএফএস) মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর সর্বোচ্চ সীমা বাড়িয়ে আগের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। ফলে এখন থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা ব্যাংক থেকে সরাসরি রেমিট্যান্স সুবিধাভোগীর কাছে পাঠানো যাবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট (পিএসডি) এক সার্কুলারে জানিয়েছে, এখন থেকে প্রবাসীরা বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস অ্যাকাউন্টে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পাঠাতে পারবেন। সরকার বা ব্যাংকের পক্ষ থেকে দেওয়া প্রণোদনা আলাদাভাবে এমএফএস অ্যাকাউন্টে জমা হবে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরের নির্দেশনা অনুযায়ী, রেমিট্যান্স প্রেরকরা এতদিন সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা পাঠাতে পারতেন। বর্তমানে এমএফএস অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা রাখা যায়। রেমিট্যান্স আসার পর কোনো এমএফএস অ্যাকাউন্টের ব্যালেন্স ৩ লাখ টাকা অতিক্রম করলে সেটি লিমিটের নিচে নামার আগেপর্যন্ত নতুন করে ক্যাশ ইন বা অ্যাড মানি করা যাবে না বলে জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এমএফএস হিসাবের মাধ্যমে প্রতি মাসে গড়ে ৪৫ থেকে ৫০ মিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স আসে। 'আমরা দেখেছি, প্রতিনিয়ত এর পরিমাণ বাড়ছে। অর্থাৎ প্রবাসীদের মধ্যে এমএফএসের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো জনপ্রিয় হচ্ছে,' বলেন তিনি। প্রবাসীরা যেন এমএফএস ব্যবহার করে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে পারেন, সেজন্য এর সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, 'আশা করছি, এ পদক্ষেপ রেমিট্যান্স আয় বাড়াতে সহায়ক হবে।'
Published on: 2023-12-06 14:50:33.202744 +0100 CET

------------ Previous News ------------