The Business Standard বাংলা
তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, ঢাকার সাথে সারাদেশের রেল চলাচল ব্যাহত

তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, ঢাকার সাথে সারাদেশের রেল চলাচল ব্যাহত

রাজধানীর তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সাথে সারাদেশের রেল চলাচল ব্যাহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিন থেকে চারজন আহত হয়েছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। রেলওয়ে পুলিশের সূত্রগুলো জানায়, ওই এলাকায় ক্রেনটি রেল লাইনে ছিল, এসময় ট্রেনটি পাশ দিয়ে যাচ্ছিল। এসময়ে হঠাৎ করেই সংঘর্ষ হয়। পুলিশের সূত্রগুলো জানায়, ঘটনার সময় ক্রেনটি রেলট্র্যাকের ওপর ছিল। এসময় পাশে দিয়ে যাচ্ছিল তিতাস কমিউটার নামের ট্রেনটি। অপূর্ব হাসান জানান, বর্তমানে একটি উদ্ধারকারী ট্রেন ইঞ্জিন ও লাইনচ্যুত বগিটি সরানোর কাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তেজগাঁওয়ে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ও বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছাড়া বন্ধ রয়েছে। রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত বগি সরানোর কাজ চলছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।' স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, জানতে চাইলে তিনি বলেন,  সেটা এখনই বলা যাচ্ছে না। উদ্ধারকাজ শেষ হলে, যত দ্রুত সম্ভব ট্রেন চালু করা হবে।
Published on: 2023-12-07 16:01:40.975136 +0100 CET

------------ Previous News ------------