The Business Standard বাংলা
রপ্তানিকারকরা এখন থেকে প্রতি ডলারের দাম ১০৪ টাকা পাবেন

রপ্তানিকারকরা এখন থেকে প্রতি ডলারের দাম ১০৪ টাকা পাবেন

রপ্তানি আয় দ্রুত দেশে আনতে চলতি মার্চ মাসের পুরোটা সময় নির্দিষ্ট ক্ষেত্রে ডলারপ্রতি ১০৪ টাকা দেবে ব্যাংকগুলো। আজ বুধবার (১ মার্চ) বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)-র এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এতে বলা হয়, টিকেট সাইজ যাই হোক না কেন দেশে আসা সব ধরনের রপ্তানি আয়সহ সব ধরনের বাণিজ্যিক রেমিট্যান্সে ডলারপ্রতি ১০৪ টাকা দেবে ব্যাংকগুলো। এর আগে ডলারপ্রতি তারা ১০৩ টাকা দর দিত। নোটিশে আরো বলা হয়, দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় বাজার স্থিতিশীল রাখা এবং সর্বস্তরের গ্রাহকদের সেবা দেওয়ার লক্ষ্যে রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দর নির্দিষ্ট করা হয়েছে। আজ থেকে কার্যকর হওয়া এই নতুন দর সকল অনুমোদিত ডিলার ব্যাংককে মেনে চলতে হবে।
Published on: 2023-03-01 14:04:58.163303 +0100 CET

------------ Previous News ------------