The Business Standard বাংলা
উচ্চ দক্ষতা নিশ্চিত করতে বন্দর পরিচালনায় বেসরকারি খাতকে যুক্ত করা হবে: সালমান এফ রহমান

উচ্চ দক্ষতা নিশ্চিত করতে বন্দর পরিচালনায় বেসরকারি খাতকে যুক্ত করা হবে: সালমান এফ রহমান

উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র বন্দর ব্যবস্থাপনা ভার বেসরকারি খাতের বন্দর পরিচালক সংস্থাকে দেওয়ার বিষয়ে ভাবছে সরকার। আজ শনিবার (১১ মার্চ) একথা বলেছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ সম্মেলনের এক প্যানেল আলোচনায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। 'বিজনেস লিডার প্যানেল: দ্য বিগ পিকচার' শীর্ষক আলোচনায় সালমান এফ রহমান বলেন, 'মাতারবাড়ী বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছে জাপান, দেশের অর্থনীতির জন্য এ প্রকল্প এক গেম চেঞ্জার হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। ২০২৬ সাল বাংলাদেশের অর্থনীতির জন্য এক মাইলফলক বছর হবে, কারণ ওই বছরেই মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হবে'। এফবিসিসিআই আয়োজিত সম্মেলনের সঞ্চালনা করেন মার্কিন গণমাধ্যম সিএনএন এর সাংবাদিক রিচার্ড কোয়েস্ট। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আলোচনায় আরো বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রমকে মসৃণ ও আরো দক্ষভাবে করতে সরকার চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে। 'এবিষয়ে সিঙ্গাপুর ও সৌদি আরবের সাথে আলোচনা চলছে'। তিনি জানান, ব্যবস্থাপনার জন্য এসব বন্দর বিভিন্ন দেশকে দেওয়া হবে, তবে কোনো ব্যক্তি মালিকানার ছেড়ে দেওয়া হবে না। প্যানেল আলোচনায় সালমান এফ রহমানের পাশাপাশি যোগ দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এফবিসিসিআই সভাপতি মো. জসীমুদ্দিন, বিশ্ব বাণিজ্য সংস্থার উপ মহাপরিচালক শিয়াংচেন ঝ্যাং, সিএমএ সিজিএম এশিয়া প্যাসিফিক লিমিটেড এর প্রধান নির্বাহী লরেন্ট ওলমেটা। শনিবার সকালে বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Published on: 2023-03-11 12:51:09.290419 +0100 CET

------------ Previous News ------------