The Business Standard বাংলা
এবার তেজগাঁওয়ে বস্তিতে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট

এবার তেজগাঁওয়ে বস্তিতে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট

সোমবার (১৩ মার্চ) রাতে রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ার একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার শাহজাহান শিকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'রাত ৭:৫২ এর দিকে আগুন লাগে, ১১টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে'। স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার বলেন, 'আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অনেক কর্মী কাজ করছেন। এলাকায় ঘনবসতির কারণে দ্রুতই আশেপাশের ঘরগুলোয় আগুন ছড়িয়ে পড়ে'। এ ঘটনায় এপর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ বা কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও প্রকাশ্যে আসেনি।
Published on: 2023-03-13 16:51:13.695363 +0100 CET

------------ Previous News ------------