The Business Standard বাংলা
বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে বিএনপির সাথে কোনো প্রকার সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির সাথে ২০১৮ সালের নির্বাচনপূর্ব সংলাপের প্রতি ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, '২০১৮ এর নির্বাচনে আমি সংলাপ করেছি, তার রেজাল্টটা কী। নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা ছাড়া তারা আর কিছুই করেনি। আজ সোমবার (১৩ মার্চ) গণভবনে কাতার সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় শেখ হাসিনা আরও বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে ভোটে কারচুপির সুযোগ ছিল না। আ. লীগ ক্ষমতায় আসার আগে এবং ১৯৭৫ এর পরবর্তী সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোর সাথে তুলনা করে তিনি বলেন, 'এখন ভোটার তালিকাসহ ভোটার রয়েছে, আছে তাদের ছবি ও স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা। বিএনপি যেভাবে ১.২৩ কোটি জাল ভোটারের মাধ্যমে তালিকা করেছিল, এখন আর সেটা সম্ভব নয়'। এসময় ইভিএমে ভোট অনুষ্ঠানের পক্ষে মতপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এভাবে ভোট নেওয়া হলে তা ভালোই হবে। 'তবে বিভিন্ন পক্ষ এর ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ করায়, আমরা এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছি'। এসময়  আগামী জাতীয় নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আয়োজনের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। তিনি বলেন, 'আগে প্রধানমন্ত্রীর দপ্তরের ওপর নির্ভরশীল হলেও, আমরাই প্রথম নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছি'।
Published on: 2023-03-13 14:39:08.296743 +0100 CET

------------ Previous News ------------